বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। আজ ঢাকায় একটি হোটেলে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও জয়বাংলা মোশন পিকচার এর যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং আমাদের চলচ্চিত্রের গল্প শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, আনন্দের মাস। সুদীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করি। আর একমাত্র বঙ্গবন্ধুর আহ্বানেই এদেশের আপামর জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে মুক্তিযুদ্ধের জন্ম হতো না আর মুক্তিযুদ্ধের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা যথাযথ বিচারিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের বিচারের মাধ্যমে জাতিকে গ্লানি থেকে মুক্ত করেছেন।
চিফ হুইপ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য অর্থের পাশাপাশি উপযুক্ত উদ্যোগের প্রয়োজন। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্ম নিয়োগের আহ্বান জানান। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ-এর সভাপতি রেদুয়ান খন্দকার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি মেজর (অবঃ) শেখ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র ব্যক্তিত্ব আহসান উল্লাহ মনি, কবি দিদার চৌধুরী প্রমুখ।