১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

আগামী বছরের প্রথম দিনে ১ জানুয়ারি রোববার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সারাদেশে ১৯ লাখ ৪১ হাজার ২০০ জন কোমলমতি শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের মাঝে উৎসবঘন পরিবেশে পাঠ্যপুস্তক ও কিতাব বিতরণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কোরআন শিক্ষার মোট ৫১ হাজার ৫ শত ৬৮টি কেন্দ্রে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানগুলোতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র মনিটরিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আলেম-ওলামাগণকে উপস্থিত থেকে কোমলমতি শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষা