“ঘরে ঘরে সুসম্পর্ক গড়ে তুলি, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ মেনে চলি” এই শ্লোগানকে সামনে রেখে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়নের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে ৪ জানুয়ারী ২০১৭ বুধবার রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে মাসব্যাপী প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচার অভিযানের উদ্বোধন করেন। বিল্্স এর চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আমিনুল ইসলাম, অক্সফাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এম বি আখতার, বিল্স এর যুগ্ম মহাসচিব ডা: ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেন, বিল্স এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নেটওয়ার্কের সদস্য সচিব নাজমা ইয়াসমিন সহ নেটওয়ার্কভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক গঠিত কেন্দ্রীয় মনিটরিং সেল প্রতিনিধি এবং অক্সফাম বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে ২০০ জন গৃহশ্রমিক অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। একটি র্যালি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে। এ ছাড়া একটি সচেতনতামুলক ট্রাক র্যালিও রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ তে বর্ণিত বিষয়বস্তু সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি এবং প্রচারণার ক্ষেত্রে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ গ্রহণ এবং কর্মসূচীর রূপরেখা ও কৌশল নির্ধারণ করার উদ্দেশ্যে এই প্রচার অভিযানের আয়োজন করা হয়। মাসব্যাপী প্রচার অভিযানের মধ্যে রয়েছে গৃহশ্রমিকদের অংশগ্রহণে র্যালী, পোস্টার ও লিফলেট বিতরণ, সচেতনতা বৃদ্ধিমূলক সভা আয়োজন।
উল্লেখ্য, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ডিসেম্বর ২০০৬ সালে যাত্রা শুরু করে অদ্যাবধি বাংলাদেশ ও দেশের বাইরে কর্মরত গৃহশ্রমিকদের অধিকার রক্ষায় গবেষণা, প্রশিক্ষণ,সচেতনতামূলক প্রচারণা, গৃহশ্রমিক সংগঠিতকরণ কার্যক্রমসহ বাস্তবায়নে সরকারের সাথে এডভোকেসি করে আসছে। নেটওয়ার্কের প্রস্তাবনা ও প্রত্যক্ষ অংশগ্রহণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করে যা ৪ জানুয়ারি ২০১৬ গেজেট আকারে প্রকাশিত হয়। এই নীতির খসড়া তৈরীতে নেটওয়ার্কভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও মানবাধিকার সংগঠনসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নীতির নির্দেশনা অনুযায়ী নীতিটি বাস্তবায়নের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে ‘কেন্দ্রীয় মনিটরিং সেল’ গঠন করেছে যেখানে নেটওয়ার্ক প্রতিনিধিগণও সম্পৃক্ত রয়েছেন।