মতলব উত্তরে কম্বল বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম আজ চাঁদপুর জেলার মতলব উত্তরে অসচ্ছল মুক্তিযোদ্ধা, নদী ভাঙা দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করেন।

তিনি তাঁর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কম্বল বিতরণ করেন।

মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি এম এ কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ত্রাণ মন্ত্রী বলেন, মানবিক সহায়তা হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষেরা রাষ্ট্রের কাছ থেকে সামাজিক নিরাপত্তা ও সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। সরকার তাদের সামাজিক নিরাপত্তাদানের জন্য অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। তাদের যে কোন বিপদে সরকার পাশে রয়েছে। বাংলাদেশের নি¤œ আয়ের মানুষদের সামাজিক ও মানবিক নিরাপত্তা দানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিজ নিজ এলাকার দুস্থ মানুষদের জন্য কম্বল তুলে দেন।

Others