আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, শুধু শাস্তি দিয়ে অপরাধ বন্ধ করা সম্ভব নয়। অপরাধ বন্ধ করতে শাস্তির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান পৃথিবীতে বিত্ত-বৈভবের পিছনে ছুটতে গিয়ে আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন কোথাও কোথাও দুর্বল বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিবার ও সমাজ থেকে শিক্ষা নেওয়া-যেটা আগে অনেক ছিল তা কোথাও কোথাও কমে গেছে। তাই আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় ও শক্তিশালী করতে হবে। বিচ্ছিন্ন বন্ধন আবার জোড়া লাগাতে হবে। তাহলে সামাজিক অপরাধ অনেক কমে যাবে।
আজ বাংলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ক্রাইম এন্ড জাস্টিস স্ট্যাডিস (বিইসিজেএস) আয়োজিত “গধহু ঈড়ষড়ৎং ড়ভ ঠরড়ষবহপব : ইধহমষধফবংয ঈড়হঃবীঃ” শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরন ও অপরাধ সংঘটনের কৌশল বদলে যাচ্ছে। এ সমস্ত অপরাধ দমনের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।
আইনমন্ত্রী বলেন, সামাজিক অপরাধ দমনে সরকারের পাশাপাশি দেশের জনগণ ও সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ দেশ গড়ার মধ্যে সব সময় সমাজের একটা অবদান থাকে। সমাজ বিচ্ছিন্ন দেশ গড়া যায় না।