চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান আগামীকাল ১১ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব মো. সোহরাব হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমারম্ভ বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. মইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
বঙ্গবন্ধুর ম্যুরাল, এনাটমি মিউজিয়াম ও ফিশারিজ মিউজিয়াম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী:
আগামীকাল বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধুর পোর্ট্রটে ম্যুরাল এর উচ্চতা ১৫ ফুট এবং প্রস্থ ১০ ফুট। পোর্ট্রেট ম্যুরাল হিসাবে এটি চট্টগ্রামে বঙ্গবন্ধুর বৃহৎ ম্যুরাল। এটির প্লাটফর্ম মার্বেল পাথর, শ্বেত পাথর ও গ্রানাইট দ্বারা প্রস্তুত করা হয়েছে।
একই সাথে শিক্ষামন্ত্রী ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বাংলাদেশের প্রথম এনাটমি মিউজিয়াম এবং দেশের বৃহৎ পরিসরে স্থাপিত ফিশারিজ মিউজিয়াম উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে মিউজিয়াম দু’টি স্থাপন করা হয়েছে। এনাটমি মিউজিয়ামে বিভিন্ন প্রাণির প্রায় ৬০টি কংকাল, ৩০টি স্ট্যাফ (প্রাণির দেহাবশেষ থেকে চামড়া আলাদা করে নতুন অবয়ব সৃষ্টির পর পুনরায় চামড়া দিয়ে মোড়ানো), রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষিত বিভিন্ন প্রাণির প্রায় ৫০০ অঙ্গ-প্রত্যঙ্গ ও সহ¯্রাধিক হাড়, প্রাণির মডেল ও স্লাইড রয়েছে।
ফিশারিজ মিউজিয়ামে মোট ৪২৫ প্রজাতির মৎস্য সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে সামুদ্রিক ২২৫ ও স্বাদু পানির ২০০ প্রজাতির মাছের নমুনা রয়েছে। স্বাদু পানির মাছের নমুনাগুলো ময়মনসিংহ, খুলনা, চাঁদপুর, পাবনা, সিলেটের হাওড় অঞ্চল, কাপ্তাই লেক, হালদা ও কর্ণফুলি নদী থেকে সংগৃহীত। এ ছাড়াও ৩০টি শেল সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত প্রজাতির দিক থেকে এটি বাংলাদেশের বৃহৎ ফিশারিজ মিউজিয়াম।