ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার আবেদন করলেন জাকির নায়েক। ভারতের দিল্লি হাইকোর্টে তিনি আবেদন জানিয়েছেন যে, তার সংস্থার বিরুদ্ধে ইউএপিএ আইন প্রয়োগ করে আইআরএফ কে নিষিদ্ধ করার পিছনে কোনও কারণ নেই।
শুক্রবার আইআরএফ এর আইনজীবী এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনেন বিচারপতি সঞ্জীব সচদেব। বিচারপতি কেন্দ্রীয় সরকারকে ১৭ জানুয়ারির ভেতর আইআরএফ কে নিষিদ্ধ করা নিয়ে যাবতীয় তথ্য জমা দিতে বলেছেন । তারপরই তিনি জানাবেন যে, আইআরএফ কে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করা উচিত ছিল কিনা।
উল্লেখ্য ঢাকার গুলশানের হামলায় নাম জড়ায় জাকির নায়েক এবং তার সংস্থা আইআরএফের। এরপর জরুরি ভিত্তিতে ইউএপিএ আইন প্রয়োগ করে গত বছর ১৭ নভেম্বর আইএরএফকে নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়।