আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস এন্ড এক্সিবিশন এর যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী ৭ম কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
মেলায় সার্বিক বিবেচনায় ‘চিক্স এন্ড ফিডস ১ম, এসিআই লিঃ ও গেটকো যৌথভাবে ২য় এবং এগ্রো বেস্ট কর্পোরেশন ও আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরডিএ’র মহাপরিচালক এম এ মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান এবং অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, চীনের এফসিএম এর ভাইস জেনারেল ম্যানেজার রবার্ট গেন, আরডিএ’র পরিচালক মো. নজরুল ইসলাম খান ও লিমরা’র কাজী সারোয়ার উদ্দিন বক্তব্য রাখেন।
মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডাসহ ১৯টি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, জ্বালানী শক্তি, উদ্যান ফসলের উন্নয়ন প্রযুক্তি, গবাদি পশু-পাখির খাদ্য ও পুষ্টি উৎপাদন প্রযুক্তির ৩৬৫টি স্টল স্থান পায়।