বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহর ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহর ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে ৬নং পূর্বষোল শহর ওয়ার্ডের স্থায়ী যুবক ও যুবতীদের বাঁচাই করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণে অংশ গ্রহণকরীদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও সম্মানি প্রদান করা হবে। এ প্রশিক্ষণে তাদেরকে এ্যাওয়ার্ডনেস প্রদান ছাড়াও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সমাজে অন্যায় ও অসামাজিক কাজ থেকে বিরত থাকা এবং এর বিরুদ্ধে সচেতনতার সাথে ভুমিকা রাখার উপর গুরুত্ব প্রদান করা হয়।
চান্দগাঁ থানার পুর্ব ষোল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় এ প্রতিদিন সকাল ১০টা থেকে এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে থাকছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর থানা অফিসার মো: রশিদ আহম্মদ, প্রশিক্ষক চৌধুরী মেজবাহ উদ্দিন, ওয়ার্ড দলপতি আরমান রনি, মাহাম্মুদুল্লাহ, দলনেত্রী সাজেদা বেগম, পিংকি দাশগুপ্তা। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়াস সার্ভিস অফিসার, সিভিল সার্জন,আনসার ও টিডিপির জেলা এ্যাডজুটেন্ট ও মৎস্য প্রকল্প অফিসার।

Others