জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘পাট বিল, ২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি ‘পাট বিল, ২০১৬’ সম্পর্কে পরীক্ষানিরীক্ষা করে এবং কতিপয় স্থানে সংশোধন সাপেক্ষে মহান জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের জন্য সুপারিশ করে।
কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবিনা আক্তার তুহিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিজেএমসির চেয়ারম্যান, পাট অধিদপ্তরের মহাপরিচালক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।