সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৬৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ এবং মো. রুস্তম আলী ফরাজী অংশগ্রহণ করেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০০৮-০৯ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট এর অডিট আপত্তি ও মন্তব্যের অনুচ্ছেদ নম্বর-৬-৯ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওপর প্রণীত সিএজির বার্ষিক অডিট রিপোর্ট ২০০৫-০৬ এর অন্তর্ভুক্ত অনুচ্ছেদ ৬ নিয়ে আলোচনা হয় এবং আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন আপত্তির অনুচ্ছেদ নং-৬ এ বর্ণিত নির্দিষ্ট হার অপেক্ষা অধিক হারে ঠিকাদারকে রোগীর ডায়েট বিল প্রদান করায় সরকারের ২ লাখ ৫৯ হাজার ৮ শত ৭৩ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্তাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে।
আপত্তির অনুচ্ছেদ-৭ এ বর্ণিত সরবরাহকারীর নিকট থেকে মূল্য সংযোজন কর (মূসক) বা ঠঅঞ বাবদ কম আদায় ও আদায় না করায় সরকারের ৯ লাখ ৮শত ৬৭ টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আগামী ৭ দিনের মধ্যে মূসক চালানের কপি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণের দপ্তরে জমা দিয়ে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
আপত্তির অনুচ্ছেদ-৮ এ বর্র্ণিত ঠিকাদার ও সরবরাহ কারীর নিকট হতে নির্ধারিত হারে আয়কর কর্তন না করায় সরকারের ৪ লাখ ৪৯ হাজার ১ শত ১ টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্তাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে।
আপত্তির অনুচ্ছেদ ৯ এ বর্ণিত আবাসিক বিদ্যুৎ বিল অনাদায় ও আদায়কৃত বিদ্যুৎ বিল সরকারি কোষাগারে জমা না করায় সরকারের ২৬ কোটি ৯৮ লাখ ৭ শত ৫৫ টাকা ক্ষতি মর্মে উত্তাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ি টাকা ১৪ দিনের মধ্যে আদায় এবং আদায়কৃত টাকার প্রমাণক অডিট অফিসে জমা দিয়ে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওপর আনীত অনুচ্ছেদ নং-৬ এ বর্ণিত বিভাগীয় প্রকৌশলী অফিসে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি মেরামত ও রক্ষাণাবেক্ষণ কাজের ঠিকাদার বিলের অর্থ চেকের পরিবর্তে ৩৩ লাখ ৫৮ হাজার ৯ শত ৭০ টাকা নগদে পরিশোধ জনিত ক্ষতি মর্মে উত্তাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ত্রিপক্ষীয় সভা আহবানের মাধ্যমে অনধিক ৩০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে পরবর্তী বৈঠকে প্রমানক উপস্থাপনের সুপারিশ করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

National