তথ্যমন্ত্রীর সাথে নেপালের প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাথে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে নেপালের প্রধান তথ্য কমিশনার কৃষ্ণহরি বাসকোটা সাক্ষাৎ করেছেন।
দু’দেশের তথ্য কমিশনের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সহযোগিতা বৃদ্ধিতে বুধবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে নেপাল ও বাংলাদেশের তথ্য কমিশনকে তথ্যমন্ত্রী অভিনন্দন জানান।
মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি তথ্য অধিকারসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করছে। নেপালের সাথে এ সমঝোতা স্মারক দু’দেশের জনগণের মধ্যে সম্প্রীতি ও প্রজ্ঞার বন্ধন বৃদ্ধি করবে।
এ সময় তথ্যসচিব মরতুজা আহমদ, বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ এবং নেপালের তথ্য কমিশনার যশোদা দেবী তিমসিনা উপস্থিত ছিলেন।

জাতীয়