মহাকাশ গবেষণায় নতুন টার্গেটে ভারত

নতুন চমক দিয়ে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের ভীত আরও মজবুত করতে যাচ্ছে ইসরো। ইসরোর গবেষক, বিজ্ঞানীরা জানিয়েছেন যে, চলতি বছরের মার্চ মাসের মধ্যে সাউথ এশিয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইসরো। বুধবার ১০৪টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে ইসরো।

জানা গিয়েছে, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই বা মার্চ মাসের শেষে মহাকাশে যাত্রা করবে এই স্যাটেলাইট। এই স্যাটেলাইট তৈরি করতে প্রথমে উদ্যোগী হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাউথ এশিয়া স্যাটেলাইটকে আগে বলা হত সার্ক স্যাটেলাইট। মূলত জিও-স্পেশিয়াল, কমিউনিকেশন ও টেলিমেডিসিনের কাজে লাগানো হবে এটিকে। ভারত ছাড়াও মহাকাশ যানটিতে স্যাটেলাইট পাঠাবে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশ।

আন্তর্জাতিক