বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির সক্ষমতা থাকার পরও ট্যারিফ, নন-ট্যাফের মতো শুল্ক বাধার কারণে আশানুরূপ রপ্তানি করা সম্ভব হচ্ছে না। অথচ ভারতের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক রয়েছে। এ কারণে ভারতকে বাস্তবতার ভিত্তিতে আন্তরিকতার সাথে শুল্ক সমস্যার সমাধান করতে হবে।
তিনি আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রপ্তানি ক্ষেত্রে ভারতের শুল্ক বাধা দূর করতে ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে তোফায়েল আহমেদ বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করেছে, সে জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। দু’দেশের মধ্যে চলমান বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করতে ভারতকে এগিয়ে আসতে হবে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ), উপস্থিত ছিলেন সিয়েট একে খান লি. এর ব্যবস্থাপনা পরিচালক যতিব্রত ব্যানার্জি ও স্টেটব্যাংক অভ্ ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) অভিজিৎ ব্যানার্জি।