দক্ষিণ এশীয় স্পিকারস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং ফোরামের বর্তমান চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ১৮-২০ ফেব্রুয়ারি ভারতের লোকসভা ও আইপিইউ এর যৌথ উদ্যোগে ভারতের ইন্দোরে অনুষ্ঠিতব্য ২০১৭ ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং’ ঝঁসসরঃ ড়হ অপযরবারহম ঃযব ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং (ঝউএং) এ যোগদানের জন্য ভারতের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেন।

এ সম্মেলনে যোগদানের জন্য আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী একই বিমানযোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সংসদ সদস্য মোঃ হাবিবে মিল্লাত স্পিকারের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উক্ত সম্মেলনে যোগদান করবেন।

স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জাতীয়