আবু নাঈম রিপন : শিবপুর উপজেলার ধানুয়া এলাকায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল করেছে এক পক্ষ। জানা গেছে, ধানুয়া মৌজায় ৫.২৫ শতাংশ জমি নিয়ে মোঃ জালাল উদ্দিন মাস্টারের সাথে একই এলাকার সিরাজ উদ্দিন শেখ ও কাউছার গংদের বিরোধ চলে আসছে। জমিটি জালাল উদ্দিন মাস্টারের দখলে থাকলেও বিভিন্ন সময়ে কাউছার গং বলপূর্বক দখলের চেষ্টা করেন। ফলে জমিটি নিজ দখলে রাখতে আদালতে মামলা করেন জালাল উদ্দিন। মামলা নং-৯৬৪/২০১৬। আদালত এক আদেশে উভয় পক্ষকে জমিতে যেতে নিষেধ করেন এবং জমির কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন না করার জন্য বলা হয়। কিন্তু সন্ত্রাসী কাউছার গং আদালতের আদেশকে তোয়াক্কা না করে সম্প্রতি জমিটি দখলে নিয়ে জালাল উদ্দিনের করা ফসল নষ্ট করে ফেলে এবং ধানের চারা রোপন করে। জালাল উদ্দিন এতে বাধা প্রদান করতে চাইলে সন্ত্রাসী কাউছার গং এ নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয়। এবং বলে আদালতের নিষেধ আমার কাছে কোন ব্যাপারনা কিন্তু তুই কোন প্রকার বারাবারি করলে খুব খারাপি হবে, প্রানের মায়া থাকলে চুপচাপ বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকবি।