ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রবীণ এ রাজনীতিক সাবেক গণপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য হিসেবে দেশ ও জাতির জন্য উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, শাহ হাদীউজ্জামান গতকাল দিবাগত রাত ১.০৫ ঘটিকায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল
৭৭ বছর। আজ যশোরের নওয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাদ আসর জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।