ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি প্রত্যুষে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত জাতীয় পতাকা অর্ধনমিতের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। পরে অপরাহ্নে দূতাবাস মিলনায়তনে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কস্থ প্রবাসী বাংলাদেশি রাজনীতিক ব্যক্তিত্ব, শিল্পী, ও বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে শহিদদের আত্মত্যাগ ও কারাগার থেকে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে দিবসটির তাৎপর্যের ওপর আলোকপাত করার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষা, যার মধ্যে অনেক ভাষাই বিশ্বায়নের কবলে পড়ে বিলুপ্তপ্রায়, ভাষাভাষী মানুষের জন্য একুশে ফেব্রুয়ারিকে বাঙ্গালিদের পক্ষ থেকে উপহার হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত ২১ ফেব্রুয়ারিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় সামনে থেকে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত শুভেচ্ছা বাণী সকলের মাঝে পৌঁছে দেন।
তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাম্প্রতিক সময়ে বিশ্বদরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। পরিশেষে তিনি প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্মের মাঝে বাংলাভাষা ও বাংলাসংস্কৃতি আলো ছড়িয়ে দিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জাতীয়