মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনে বিভিন্ন কর্মসূচী পালিত

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনঃ
মাননীয় সংসদ সদস্য জনাব এম. এ লতিফের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রাত ১২-০১ মিনিটে বন্দর স্কুল ও কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসূচী সূচনা করেন।

আলোচনা সভাঃ

মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এম. এ লতিফ এমপি’র উদ্যেগে আয়োজিত এক আলোচনা সভা বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে এমপি মহোদয়ের ৩ নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্যে এম. এ. লতিফ এমপি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন-মহান ত্যাগের মাস এই ফেব্রুয়ারী মাস। ভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে আর নাই। বাঙ্গালী একমাত্র জাতি যারা মায়ের ভাষার দাবিতে হাসিমুখে জীবন দিয়েছেন। এ সকল বীর ভাষা শহীদদের সম্মানে তাদের আত্মত্যাগের মহিমায়কে সম্মান জানিয়ে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেন যা আওয়ামীলীগ সরকারের অনন্য অর্জন। তিনি আরো বলেন-২১ আমাদের স্বাধীনতা ইতিহাসের গৌরবময় অধ্যায়। বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী রাজাকার ও তাদের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সেই গৌরবময় অধ্যায়কে কলংকিত করতে অপচেষ্টা চালিয়েছিল। এই জন্য জাতি তাদের কোনদিন ক্ষমা করবে না।

কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু’র সঞ্চালনায় শহীদ দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ সুলতান আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ যোবায়ের, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক, সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবদুল বারেক ও মোঃ আসলাম, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সুলতান, প্রবীন আওয়ামীলীগ’র নেতা হাজী মোঃ ফরিদ, ইউনিট আওয়ামীলীগ সভাপতি মোঃ ইকবাল, মোঃ মোক্তার, মোঃ আবদুল মান্নান চৌধুরী, ইউনিট সাধারণ সম্পাদক মোঃ রিফাত আলম, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট সভাপতি মোঃ ইমতিয়াজ, ইকবাল আল নুরী, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি নুর মোহাম্মদ, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা, ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের ভিপি জাহেদ হোসেন খোকন, শ্রমিক নেতা-সফি বাঙালী, কামাল উদ্দিন চৌধুরী, বন্দর সিবিএ নেতা সৈয়দ আহম্মদ বাদল, নায়েবুল ইসলাম ফটিক, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ সভাপতি ইমাম হোসেন, বেড়িবাঁধ ভূমিহীন সভাপতি মোঃ মোস্তাফিজ ও এম. এ. লতিফ এমপি’র তৃতীয় পুত্র মোঃ ওমর হাজ্জাজ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ম-সম্পাদক আবু মোঃ সোলেয়মান, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এম এ মন্নান, আওয়ামীলীগ নেতা মো; জাহাঙ্গীর, ৩৮ নং ওয়ার্ডের প্রবীন আওয়ামীলীগ নেতা এজাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান মুন্না, সহ-সভাপতি আবু নাছের, ইউনিট সভাপতি মোঃ আবদুস শুক্কুর, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ ওমর ফারুক, ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু, ৩০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আবদুল মালেক, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দিদার উল্যাহ দিদু, সাইফুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সেলিম আফজল, নেছার মিয়া আজিজ, দেলোয়ার হোসেন খোকন ও আওয়ামীলীগ নেতা মোঃ আকতার, মোঃ শাকির, সালাউদ্দিন রনি, যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল, সুমন, শহীদ শেঠ, মোঃ জুয়েল, ছাত্রলীগ নেতা আবু তারেক রনি, শাহরিয়ার হাসান, মোঃ আরিফ, মোঃ আলভি, সাবেক ছাত্রনেতা রন্জিত শীল, সালাউদ্দিন বাবর, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর উদ্দিন মারুফ, আলী আকবর, বেড়িবাঁধ ভূমিহীন সাধারণ সম্পাদক নিজাম খান প্রমূখ।

Others