আগামী ১-৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৬তম এসেম্বলির মিডিয়া উপকমিটির কার্যক্রম তত্ত্বাবধান সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধান কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন আইপিইউ এসেম্বলির যথাযথ প্রচার ও মিডিয়া কাভারেজ নিশ্চিতকল্পে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনা ও কার্যক্রমগুলোর সুষ্ঠু বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়। এসেম্বলির উদ্বোধন অনুষ্ঠানসহ পাঁচদিনব্যাপী সামগ্রিক কর্মকা-ের সফল প্রচারের লক্ষ্যে এসেম্বলি ভেন্যুতে অত্যাধুনিক মিডিয়া সেন্টার স্থাপন, প্রেস কনফারেন্স ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র কাভারেজ ইত্যাদি বিষয়ে তত্ত্বাবধান কমিটির সদস্যগণকে অবহিত করা হয়।
সাত সদস্যবিশিষ্ট তত্ত্বাবধান কমিটির সদস্য জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, পংকজ নাথ এমপি সভায় অংশগ্রহণ করেন। কমিটির অপর সদস্যগণ হচ্ছেন তানভীর ইমাম এমপি, নাবিল আহমেদ এমপি এবং মৃণাল কান্তি দাস এমপি।
উল্লেখ্য, আন্তর্জাতিক এই এসেম্বলিটি বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই এসেম্বলিতে আইপিইউভুক্ত ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় ১৩ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়া জাতিসংঘ, আইপিইউয়ের সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণও এসেম্বলিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল এসেম্বলি’র উদ্বোধন করবেন।