কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে যোগদিতে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ ট্রেড মিনিস্টিার্স মিটিং-এ যোগদিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৭ মার্চ মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের উদ্যোগে ৯ ও ১০ মার্চ এ সম্মেলন লনকাস্টার হাউজে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ৬টি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিষয়গুলো হচ্ছে-ফাইনান্সিয়াল সার্ভিসেস, ইজি অভ্ ডুয়িং বিজনেস, টেকনোলজি এন্ড ইনোভেশন, বিজনেস এন্ড সাসটেইনেবিলিটি, ক্রিয়েটিং এন এক্সপোর্ট ইকোনমি এবং অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট। তোফায়েল আহমেদ টেকনোলজি এন্ড ইনোভেশন এবং ক্রিয়েটিং এন এক্সপোর্ট ইকোনমি বিষয়ের ওপর অনুষ্ঠিত রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন।
প্রতিবছর বাংলাদেশে থেকে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য যুক্তরাজ্যে রপ্তানি হয়। এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপিয়ন ইউনিয়নের দেয়া এভ্রিথিংস বাট আর্মস(ইবিএ)-এর আওতায় সম্পূর্ণ বাজার সুবিধা পেয়ে আসছে। যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে যাতে এ সুবিধা অব্যাহত থাকে সে বিষয়ে বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের সাথে আলাদা ভাবে নেগোসিয়েশন করবেন।
সম্মেলনে কমনওয়েলভুক্ত প্রায় ২৫টি দেশের বাণিজ্যমন্ত্রী যোগদান করবেন। কমনওয়েলভুক্ত দেশসমূহের ২ দশমিক ৩ বিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধিসহ বিশ্ব বাণিজ্যের বর্তমান অবস্থা এবং এর অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় করা হবে। দেশসমূহের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বাধাসমূহ চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি পলিসি এজেন্ডা তৈরি করা হবে। সম্মেলনে পোস্ট ব্রেক্সিট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বাণিজ্যমন্ত্রী ১১ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয়