ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ দিন দিন বাড়ছে বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে দিন দিন বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র বের হয়ে আসছে। বাংলাদেশে কির্লোস্কার ব্রান্ডের জেনারেটর বাজারজাতকরণ এর ইঙ্গিত বহন করে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী গত ১৮ মার্চ রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ভারতের ঐতিহ্যবাহী কির্লোস্কার ব্রান্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন জ্বালানি সাশ্রয়ী ডিজেল জেনারেটর ৩০ হাজার এইচএইচপি জেনসেটস্ এর বাজারজাতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়লেও বর্তমানে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৫ দশমিক ৫৭৯ বিলিয়ন মার্কিন ডলার। এ বাণিজ্য ভারতে অনুকূলে রয়েছে। বিদ্যমান বাণিজ্য ঘাটতি মোকাবিলায় দু’দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে ২৫টি আইটেম ছাড়া বাংলাদেশি সকল পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়েছে। বাংলাদেশও ভারতীয় উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এ ধরনের ইতিবাচক উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আকর্ষণীয় স্থান। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পণ্য ভারতে পুনরায় রপ্তানির সুযোগ রয়েছে। তিনি এ সুযোগ কাজে লাগিয়ে দু’দেশের অর্থনৈতিক সমৃদ্ধি জোরদারে অবদান রাখতে উভয় দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কির্লোস্কার কোম্পানির যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক জ জ উবংযঢ়ধহফব, ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব নীমকার, এনআরবিসি কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসাত আলী এবং কোম্পানির বাংলাদেশ পরিবেশক ও ম্যাগপাই ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আবদুস সালেক বক্তব্য রাখেন।
#