গ্লোবাল এডুকেশন ফোরামে পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশের শাহানাজ পারভিন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘৫ম গ্লোবাল এডুকেশন ও স্কিলস্ ফোরাম’ সম্মেলনের দ্বিতীয় দিনে ১৯ মার্চ ২০১৭ ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হয়। এবছর বাংলাদেশের শাহানাজ পারভিন বিশ্বের শীর্ষ ৫০ জন শিক্ষকের মাঝে স্থান পেয়েছেন। সম্মেলনে ৫০ জন শিক্ষককে গ্লোবাল টিচার্স প্রাইজ প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।
এবারের সম্মেলনের মূল ফোকাস ছিল ২০৩০ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন। এবছর বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহণ করেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।

জাতীয়