জয়নগর ডিগ্রী কলেজের ২৬তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু নাঈম রিপন ঃ নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর ডিগ্রী কলেজের ২৬তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ মার্চ রবিবার দিনব্যাপী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবীর শিকদার ও উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এবং কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ রুহুল আমিন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যের শুরুতেই সকল শহীদদের ও কলেজের জমি দাতাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও  কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল লোক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলের প্রতি দোয়া আহবান করেন। পরে তিনি তাঁর বক্তব্যে শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাই আমি শিক্ষক ও অভিভাবকদের বিনয়ের সহিত বলতে চাই আপনারা সকলেই  নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, তারা কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, সময়মত কলেজে আসা যাওয়া করে কিনা এবং কোন প্রকার অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েছে কিনা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা আশে পাশে বড় ভাই বোনদের নিকট থেকে পুরাতন বই সংগ্রহ করে লেখাপড়া করতাম। আর আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন। বছরের ১ম দিনেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই  তুলে দিচ্ছেন । তাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং দেশের উন্নয়নে কাজ করে যাবে এই আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ¦ সামসুল আলম ভূঞা রাখিল তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনকের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, কৃষিসহ ব্যাপক উন্নয়ন কাজ মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে হয়ে যাচ্ছে। তাই তোমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবে। পরিশেষে তিনি সকলের দীর্ঘায়ূ ও মঙ্গল কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, নাসির উদ্দিন সরকার, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হাসিবুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহম্মেদ সরকার, কলেজের সম্মানিত জমিদাতা সদস্যগণ, কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য হাজী মোঃ মহসিন সরকার, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মজনু মিয়া, মোঃ মিলন মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অভিভাবক সদস্য আব্দুল কাইয়ূম, মোঃ নাজমুল হক (কাজল), বেদন মিয়া, হিতৈষী সদস্য মোঃ ফজলুর রহমান, জয়নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মেম্বার, জয়নগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ, জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ মিয়াসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

সারাদেশ