বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতার লক্ষ্যে পৌছাতে হলে তরুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে সুদক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। এ প্রয়োজনীয়তা ও বাস্তবতাকে সামনে রেখে “নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা” উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে মিল রেখে শিক্ষার্থীদেরকে সুদক্ষ করে গড়ে তোলার নিরালস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় তরুন শিক্ষার্থীদের জ্ঞান- বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার লক্ষে জেলা প্রশাসন ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা এর যৌথ উদ্যোগে উচ্চমাধ্যমিক পর্যায়ের খুলনা জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই প্রতিযোগিতা আগামী ২৯/০৩/২০১৭ তারিখে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এভাবে খুলনা বিভাগের সকল জেলায় পর্যায়ক্রমে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। পরবর্তীতে জেলা পর্যায়ে সেরা মেধাবীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিটি জেলার সেরা মেধাবীরা পাবেন ১ম পুরস্কার হিসাবে ল্যাপটপ,২য় ও ৩য় পুরস্কার ১টি করে ট্যাব সহ ১ম ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া সকল প্রতিযোগীকে ‘সার্টিফির্কেট অব পার্টিসিপেশন’ প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ের সেরা ৩ জনকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে এবং তারা এ বিশ্ববিদ্যালয়ে ১০০% স্কলারশীপ নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।
প্রতিযোগিতা শেষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ এবং খুলনা জেলার প্রশাসক জনাব নাজমুল আহসান।
এ রকম একটি উদ্যোগে খুলনা বিভাগ সহ দেশের সকল মেধাবী শিক্ষার্থীদের কে অনুপ্রনিত করবে এবং আপনাদের সকলের দোয়া ও শুভ কামনা এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।