এস.এম মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন সহ পুরস্কার বিতরন করেন দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এসময় দিবসটির তাৎপর্য নিয়েও শিক্ষার্থিদের মাঝে আলোচনা করা হয়। শিক্ষা উপকরন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি মো.জাহাঙ্গীর আলম বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমাদের শিশুদের সু শিক্ষার মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করে তুলতে হবে। আবার রাজনৈতিকভাবে যদি সে জাতি পিছিয়ে থাকে তাহলে সে জাতি বেশি অগ্রগতি হতে পারে না। আমাদেরকে রাজনৈতিক চর্চার পাশা পাশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় চেতনাও শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী ও ক্রিয়া শিক্ষক মোঃ জিয়াউর রহমান’র পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব। অন্যান্যদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের টিভি ২৪ ডট কমের সম্পাদক উপাধ্যক্ষ এ.টি.এম সাইফুল ইসলাম মাসুম, ওমান প্রবাসী এইচ.এম ছাদির,মো.কামাল হাসান,ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য শাহানা বেগম,আবদুর রহিম, আবদুর রশিদ,লতিফ মোল্লা,আলী আহাম্মদ,আবু হানিফ,সাবেক সদস্য নুরে-আলম আপেল। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির সরকার, সহকারী প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার দে, আতিকুর রহমান,নকিব সাইফুল্লাহ,আলী আজগর সরকার, আবদুস ছাত্তার, আবদুর রহিম, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, জাহানারা বেগম, রোকেয়া বেগম, নিলুফা বেগম,অভিভাবকসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আরো বলেন লেখাপড়ার প্রতি বিশেষ নজরদারি ও উৎসাহ প্রদান জরুরী, এর অভাবে গ্রামের ছেলে মেয়েরা আজ পিছিয়ে পড়েছে। গ্রামকে এগিয়ে নিতে হলে ছেলে মেয়েদের কে লেখা পড়ায় আরো বেশি বেশি মনোযোগি হতে হবে। আমাদেরকে এ বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ অন্যান্যদের সজাগ দৃষ্টি রাখতে হবে।