অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার রাতে অভিনেতা মিজু আহমেদ ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না………….রাজিউন)। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, সোমবার রাতে ঢাকা থেকে ট্রেনযোগে দিনাজপুরে যাওয়ার পথে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
চিকিৎসার জন্য সিংগাপুরে অবস্থানরত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোকবার্তায় প্রয়াত মিজু আহমেদকে একজন শক্তিমান অভিনেতা হিসেবে স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন ও বিয়োগব্যথাহত স্বজনদের গভীর সমবেদনা জানান।
১৯৭৮ সালে কৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর মিজু আহমেদ আটশত’র অধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে তৃষ্ণা, চাকর, ত্যাগ, বশিরা, হাঙর নদী গ্রেনেড, কুলি, লাঠি, কষ্ট, ইতিহাস ও ক্রাইম রোড অন্যতম। তৃষ্ণা ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্বঅভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
মিজু আহমেদের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ হল মালিক ও প্রদর্শন সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান শোক জানান।
১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী মিজু আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।