উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। প্রকৌশলীরা দেশ গড়ার অন্যতম কারিগর।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর জেলা শাখা এবং কেন্দ্রীয় সার্ভিস এসোসিয়েশনসমূহের দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও গণঅধিকার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইডিইবি’র সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী সক্রিয়, তারা চায় না দেশ এগিয়ে যাক। সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়া যাবে না। তিনি বলেন, অভ্যন্তরীণ ও পাকিস্তানি ষড়যন্ত্র প্রতিহত করতে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুদ্ধাপরাধী পাকিস্তানি ১৯৫ জন সেনা সদস্যের বিচারের বিষয়েও সকলকে ঐক্যবদ্ধ থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শাজাহান খান বলেন, যারা ‘জয়বাংলা’ সেøøাগানে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ‘জয়বাংলা’ আমাদের মহান মুক্তিযুদ্ধের জাতীয় সেøøাগান। তিনি বলেন, কোন অপশক্তিই দেশকে অস্থিতিশীল করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।