জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য ফজিলাতুন নেসা, সালমা ইসলাম, রিফাত আমিন ও মনোয়ারা বেগম অংশগ্রহণ করেন।
কমিটি বাংলাদেশ শিশু একাডেমিতে কোমলমতি শিশুদের সঠিকভাবে প্রশিক্ষণের দিক নির্দেশনা দেয়ার প্রতি গুরুত্বারোপ করে সকল জেলা কর্মকর্তা ও প্রত্যেক জেলা হতে শিশু প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সভা আয়োজনের সুপারিশ করে।
বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইটকে শিশুবান্ধব করে সাজানোর সুপারিশ করা হয়। ওয়েবসাইটে শিশুতোষ সিনেমা, গেইম এবং শিশু একাডেমি প্রকাশিত বইগুলোর ই-বুক ভার্সন রাখার সুপারিশ করা হয়।
কমিটি জীবন দক্ষতা বৃদ্ধির জন্য কিশোর-কিশোরী ক্লাব গঠন এবং তাদের জন্য ১ বছর মেয়াদি প্রশিক্ষণ আয়োজনের সুপারিশ করে। প্রশিক্ষণে আধুনিক ও যুগোপযোগী ট্রেন্ড অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।