স্পিকারের সাথে থাইল্যান্ড, পোল্যান্ড ও মঙ্গোলিয়া প্রতিনিধিদলের প্রধানগণের সাক্ষাৎ

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ১৩৬তম আইপিইউ এসেম্বলিতে আগত থাইল্যান্ড, পোল্যান্ড এবং মঙ্গোলিয়ার ডেলিগেশন প্রধানগণ আজ বিআইসিসিতে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
স্পিকার এসেম্বলিতে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে এই রকম বৃহৎ আয়োজন করতে পেরে আমরা গর্ববোধ করছি। তিনি বলেন, এই এসেম্বলি আয়োজন বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংসদ ও সহযোগী সংস্থা থেকে আগত প্রতিনিধিদের এ মিলন মেলা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। সাক্ষাৎকালে তারা ১৩৬তম আইপিইউ এসেম্বলি, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর ফলে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ণ এখন দৃশ্যমান। বাংলাদেশে একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের অনুকুল পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি তিনটি দেশের প্রতিনিধিগণকে বিনিয়োগের আহ্বান জানান।

পোল্যান্ড প্রতিনিধিদলের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরবর্তী নির্বাচনে পোল্যান্ড একমাত্র প্রার্থী। এক্ষেত্রে তিনি বাংলাদেশের সমর্থন কামনা করেন। এসময় স্পিকার প্রয়োজনীর সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে তিন দেশের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

জাতীয়