জাতিসংঘ সদরদপ্তরে চীনের ভাইস মিনিস্টারের সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতিসংঘ সদর দপ্তরে ৩ এপ্রিল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক চীনের ন্যাশনাল হেলথ্ অ্যান্ড ফ্যামিলি প্লানিং কমিশনের ভাইস মিনিস্টার কুই লি এর সাথে সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী এসময় দু’দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং গত বছর চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে বলে উল্লেখ করেন। পিপিডি’র (চধৎঃহবৎং রহ চড়ঢ়ঁষধঃরড়হ ধহফ ফবাবষড়ঢ়সবহঃ) আওতায় রাজধানী ঢাকায় নতুন সচিবালয় নির্মাণে ২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান এবং এই অর্থের বাকী
১ মিলিয়ন মার্কিন ডলার দ্রুত ছাড় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ ছাড় দেওয়া হবে মর্মে চীনের ভাইস মিনিস্টার প্রতিমন্ত্রী জাহিদ মালেককে নিশ্চয়তা দেন। বর্তমানে পিপিডি’র চেয়ারম্যানের দায়িত্বে থাকা কুই লি আরো বলেন, নির্মাণ শেষে সচিবালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে চীন খুবই খুশি হবে।
আগামী আগস্ট মাসের ১৮ তারিখে চীনে অনুষ্ঠিতব্য ‘সিল্ক রুট ইনিসিয়েটিভ এন্ড হেলথ্’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য চীনের ভাইস মিনিস্টার স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিশেষ করে নতুন নতুন হাসপাতাল নির্মাণে চীনা বিনিয়োগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। তিনি কুই লি কে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৩-৭ এপ্রিল, জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন পপুলেশন এন্ড ডেভোলপমেন্ট এর ৫০তম সেশনে বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

জাতীয়