স্পিকারকে সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দের অভিনন্দন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’কে সদ্য সমাপ্ত ১৩৬তম আইপিইউ এসেম্বলি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
আজ অপরাহ্নে জাতীয় সংসদ ভবনে ১৩৬তম আইপিইউ এসেম্বলির জন্য গঠিত বিভিন্ন সাব কমিটির আহ্বায়কবৃন্দ ও উইং প্রধানগণ স্পিকারকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় স্পিকার বলেন, এসেম্বলির আয়োজন ছিল একটি সফল টিমওয়ার্ক এবং আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। তিনি সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন তত্ত্বাবধান কমিটির সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা, প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়া, রেডিও, সিটি কর্পোরেশন, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের কারণে আইপিইউ এসেম্বলি সামগ্রিকভাবে সফল হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন এবং ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, আইপিইউ এসেম্বলির আয়োজন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দায়িত্ব পালনে সকলে ছিল অঙ্গীকারবদ্ধ। ফলে বিশ্ব পরিম-লে বাংলাদেশ তার সক্ষমতার স্বাক্ষর রেখেছে। বাংলাদেশের আতিথেয়তায় বিদেশি ডেলিগেটগণ মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এদেশে অবস্থানকালে বিদেশি ডেলিগেটগণ ছিলেন উৎসবের আমেজে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী ও দক্ষ নেতৃত্বের প্রশংসা করে স্পিকার বলেন, ১৩৬তম আইপিইউ এসেম্বলি আয়োজনে প্রধানমন্ত্রী সব সময় প্রয়োজনীয় ও মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এবারের এসেম্বলিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।
এ সময় সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার স্পিকারকে তাঁর সার্বক্ষণিক তদারকি ও দক্ষ নেতৃত্বের জন্য আয়োজন সফল হয়েছে বলে ধন্যবাদ জানান এবং স্পিকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে র‌্যাডিসন ব্লু’র পক্ষ থেকে স্পিকারকে অভিনন্দন জানিয়ে পাঠানো কেক কাটা হয়।

#

জাতীয়