বরেণ্য ব্যক্তির জন্মভূমি বরিশাল

বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শেরেবাংলা এ কে ফজলুল হক, জীবনানন্দ দাসসহ অনেক বরেণ্য ব্যক্তির জন্মভূমি বৃহত্তর এই বরিশালে।
চিফ হুইপ আ স ম ফিরোজ গত ১৯ এপ্রিল বুয়েট মিলনায়তনে বৃহত্তর বরিশাল জেলা কল্যাণ সমিতি, বুয়েট এর উদ্যোগে আয়োজিত ‘মিলনমেলা ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
তিনি বলেন ডিজিটাল গণমাধ্যমের যুগে যান্ত্রিক চিত্ত বিনোদনকে পাশ কাটিয়ে আঞ্চলিক প্রীতির নিদর্শন স্বরূপ এহেন মিলন মেলার আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।
চিফ হুইপ বলেন, আজকের মিলনমেলার মাধ্যমে বরিশালবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যের জাগরণ ঘটবে। বিশ^মানের প্রযুক্তি শিক্ষার সূতিকাগার বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় দেশ ও জাতির সমৃদ্ধিতে উত্তরোত্তর অবদান অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.ওহাব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে অধ্যাপক ড. সিদ্দিক হোসেন, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং অধ্যাপক ড. মো. শামিমুজ্জামান বসুনিয়া বক্তব্য রাখেন ।

জাতীয়