দুর্ঘটনায় নিহত শ্রমিক রশিদের স্ত্রী রেহেনার দাবি তার স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করেছে এমআরএস’র পিএম মাসুদ

নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল : নিহত শ্রমিক রশিদের স্ত্রীর দাবি তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এমআরএস’র জিএম চট্টগ্রামের বাসিন্দা মশিউরের ভাগ্নে এমআরএস’র পিএম মাসুদ।

ঘটনার পর ৬দিন অতিবাহিত হলেও নিহত শ্রমিক পরিবারকে কোন আর্থিক সহযোগিতা করেনি বিআরবি । এমন কি লাশের দাফন-কাফন করার জন্য দেয়নি কোন অর্থ । জানাইনি শকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা কিংবা সহানুভুতি।
দুর্ঘটনা ঘটার পরপরই প্রচার করা হয় বয়লার বিষ্ফোরণে ২ শ্রমিক নিহত হয়েছে। এর এমআরএস’র পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটির কারণে আগুন লাগলে দৌড়াদৌড়ি করে বারাতে গিয়ে পড়ে যেয়ে মারা যায় শ্রমিক দ্বয় । পরষ্পর বিরোধী বক্তব্যে প্রকৃত ঘটনা উদ্ধারের জন্য চেষ্টা করা হলেও বিআরবি র্কর্তৃপক্ষ কোন সাংবাদিক যেতে দেয়নি ঘটনাস্থলে ।
কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিআরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমআরএস পাটিক্যাল ইন্ডাষ্ট্রিজে ২ শ্রমিকের মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য প্রথম ফাঁস করেন নিহত শ্রমিকের ভাই রাসেল হাসান। তিনি জানান তার ভাই বয়লার বিস্ফোরণে এমনকি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেও মারা যায় নি। মৃত মীর মকছেদুল হকের পুত্র ম্যাশিন হেল্পার নিহত এ বি এম রশিদ (৫০) ও সাইদুল (৪৫)সহ ৫/৬ জন অনভিজ্ঞ শ্রমিককে পানি নিস্কাশন করতে মালিক পক্ষ এক প্রকার জোর করেই ৬০ ফুট উচু চালাতে তুলে দিলে শ্রমিকরা চালার পানি নিস্কাশন করার চেষ্টা কালে চালা ভেঙ্গে নিচে পড়ে তাৎক্ষনিক মারা যায় । অথচ বিআরবি’র অর্থ খেকো সাংবাদিকরা মিডিয়াতে প্রচার করে বয়লার বিষ্ফোরণে এবং এমআরএস পক্ষে বিবৃতিতে বলা হয় বয়লার নয়, বৈদ্যুতিক শর্ট সাকির্ট দুর্ঘটনায় মারা গেছে ২ শ্রমিক । ঘটনার পর ৬দিন অতিবাহিত হলেও নিহত শ্রমিক পরিবারকে কোন আর্থিক সহযোগিতা করেনি বিআরবি । এমন কি লাশের দাফন-কাফন করার জন্য দেয়নি কোন অর্থ । জানাইনি শকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা কিংবা সহানুভুতি।
অথচ কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এমন প্রচার করা হচ্ছে জোরেসরে ইন্সুরেন্সের টাকা পাওয়ার জন্য । নিহত শ্রমিক রশিদের স্ত্রীর দাবি তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এমআরএস’র জিএম চট্টগ্রামের বাসিন্দা মশিউরের ভাগ্নে এমআরএস’র পিএম মাসুদ।
বিআরবি’র সহযোগি প্রতিষ্ঠান এমআরএস’র দুর্ঘনার পর এবার চরম ক্ষুদ্ধ এলাকাবাসী । তাদের প্রশ্ন পুলিশ ঘটনাস্থলে না আসার আগেই কেন লাশ দুটি সরিয়ে ফেলা হলো ? ঘটনাস্থলে কেন লাশের সুরৎহাল করতে দেয়া হলো না?
লাশ দুটি কেন কার্ভাড ভ্যানে ভরে নিয়ে যাওয়া হলো ? রশিদের আত্মীয় স্বজনের বাধাঁর কারণে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে নিতে বাধ্য হলো ভ্যান ড্রাইভার ? তা হলে কি লাশ গুম করার ষড়যন্ত্র ছিল এমন প্রশ্ন এখন সকলের মুখে মুখে ?
আইএলও ও শ্রমিক আইনে প্রত্যকে শিল্পকারখানায় ট্রেড ইউনিয়ন করা বাধ্যতামুলক কিন্ত বিআরবিতে’ কেন ট্রেড ইউনিয়ন করতে দেয়া হয়না ? সরকার বিরোধী মিছিল করতে যেয়ে বিআরবি’র শ্রমিক নেতা জামায়াত কর্মী আব্দুল আলীম, কিয়ামের মসজিদের ইমাম মাহাবুব পুলিশের হাতে গ্রেফতার হলেও তাদের কেন চাকুরিচ্যুত করা হয়নি ? কেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাধারণত চাকুরি দেয়া হয় না বিআরবিতে ? জামায়াতের কর্মীদের কেন চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয় ? শ্রমিক-কর্মচারি নিয়োগে কেন অরিজিনাল সনদপত্র ও জামানত নেয়া হয় ? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমআরএস দুর্ঘনায় ২ শ্রমিক নিহত হওয়ার পর।
এ ব্যাপারে এমআরএস /বিআরবি’র দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা হলেও কেউ মুখ খোলেনি । বিআরবি’র চেয়ারম্যান মজিবর রহমানের সাথে তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সারাদেশ