মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কর্মস্থলে যৌন হয়রানি নারীর ক্ষমতায়নে অন্যতম অন্তরায়। কর্মস্থলে যৌন হয়রানির কারণে অনেক নারী চাকুরি ছেড়ে দেয় বা চাকুরি করার আগ্রহ হারিয়ে ফেলে। অনেক অভিভাবক মেয়েদের চাকুরি করাতে আগ্রহী হয় না। এতে নারীর ক্ষমতায়ন ব্যাহত হয়। কর্মস্থলে যেন যৌন হয়রানি না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সরকার তার সকল অফিসে অভিযোগ কমিটি গঠন করেছে। প্রাইভেট সেক্টরেও এই বিষয়ে তাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকা দরকার।
তিনি আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে কর্মস্থলে যৌন হয়রানি বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের অবহিতকরণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমীন বেনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক এ কে এম মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা খান।