দিনবদলের অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫-তম ব্যাচের নবীন কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে নতুন প্রজন্মের কর্মকর্তাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের ২৮৬ জন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নুরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বাঁধাধরা দায়িত্বপালনের মাঝে নিজেদের সীমাবদ্ধ করে রাখলে চলবে না। অসীম নিষ্ঠা দিয়ে জনগণের সেবায় কাজ করতে হবে। তিনি বলেন, দেশের জন্য কাজ করতে পারা প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের জন্য অনন্য সুযোগ। দেশসেবার সুবর্ণ সুযোগের পূর্ণাঙ্গ ব্যবহারে সচেষ্ট হতে হবে।