দুর্যোগে জনগণের বন্ধু রেড ক্রিসেন্ট — চিফ হুইপ

চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, দুর্যোগে জনগণের বন্ধু রেড ক্রিসেন্ট। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনগণকে প্রথমেই সহযোগিতা দিয়ে থাকে রেড ক্রিসেন্ট। দেশের দক্ষিণাঞ্চলে ১৯৭০ সালে ১২ নভেম্বর প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় রেড ক্রিসেন্ট অভূতপূর্ব অবদান রেখেছে বলে তিনি জানান।
চিফ হুইপ আজ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত বিশ^ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চিফ হুইপ বলেন, মানব সেবায় নিজের সম্পদ অসহায় মানুষদের জন্য উৎসর্গ করার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। এ কাজে তিনি সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তিনি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলহাজ সৈয়দ মোয়াজ্জেম হুসাইনকে ‘রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান করা হয় এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোহিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত, ইন্টার ন্যাশনাল রেডক্রস ও রেড ক্রিসেন্ট এর কান্ট্রিডিরেকটর, ইন্টার ন্যাশনাল কমিটি ফর রেডক্রস ও রেড ক্রিসেন্ট এর ডেপুটি হেড এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মহাসচিবসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন।

জাতীয়