তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বর্ণপ্রবাসী, পোশাকশিল্প ও জাতিসংঘে শান্তিরক্ষা বিশ্বের বুকে বাংলাদেশকে সুপরিচিত করেছে। অচিরেই ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল জনশক্তি দেশের মুখ আরো উজ্জ¦ল করবে।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ: শোকেসিং এনআরবি, আরএমজি এন্ড পিস কিপিং’ শীর্ষক ধারাবাহিক আলোচনার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দুর্যোগ, দুর্ভিক্ষ ও দারিদ্র্য ঘুচিয়ে বাংলাদেশ এখন স্বর্ণপ্রবাসী, পোশাকশিল্প ও জাতিসংঘে শান্তিরক্ষায় এক অনন্য নাম। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব যুগের আগামী দিনে ডিজিটাল বাংলাদেশের প্রশিক্ষিত জনসম্পদ দেশের ভাবমূর্তিকে উজ্জ¦লতর করবে।
মন্ত্রী এসময় প্রবাসী, পোশাকশিল্প মালিক শ্রমিক ও জাতিসংঘে শান্তিরক্ষায় সেনাবাহিনীর অবদান দেশের জন্য অবিস্মরণীয় খ্যাতি আনছে বলে উল্লেখ করেন।
সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান শেকিল চৌধুরীর সভাপতিত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোঃ শাহ্রিয়ার আলম, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোঃ মাহফুজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।