প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর দু’দেশের সহযোগিতায় নতুন দিগন্তের সূচনা করেছে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা হেরিটেজ বাংলাদেশ আয়োজিত ‘শীর্ষ সম্মেলন ছাড়িয়ে : প্রধানমন্ত্রীর ভারত সফরের সাফল্য’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ভারতের সাথে সাইবার নিরাপত্তা, পারমাণবিক বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণার মতো অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও ঋণ সহায়তাসহ অন্যান্য চুক্তি দু’দেশের সহযোগিতার আরেকধাপ অগ্রগতি ও উন্নয়নের নতুন দিগন্তের সূচনা।
হেরিটেজ বাংলাদেশের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের সভাপতিত্বে ও এফবিসিসিআই সভাপতি আব্দুল মতলুব আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশীর সাথে বিরোধের বদলে নিষ্পত্তি, অসহযোগিতার বদলে সহযোগিতা ও নিরবতার বদলে আলাপের নীতি গ্রহণ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এর ফলে দু’দেশের বাণিজ্য যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি সীমাপার সন্ত্রাস ও সন্ত্রাস রপ্তানি বন্ধ হয়েছে। এ সময় ‘তিস্তা চুক্তি হবে’ বলে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য ও যৌথ বিবৃতিতে এর উল্লেখকে শেখ হাসিনার জোরালো দাবি ও ওকালতির ফসল বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষা বিষয়ে সমঝোতা স্মারক প্রকৃত অর্থে নতুন কোনো বিষয় নয়, সামরিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলোরই প্রাতিষ্ঠানিক কাঠামোগত রূপমাত্র।’
ইনু বলেন, সার্কের পাশাপাশি বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের উপআঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা পানিসম্পদ প্রকল্প গ্রহণও বাংলাদেশের উন্নয়নে একান্ত প্রয়োজন।