আবু নাঈম রিপন, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রে মঙ্গলবার সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্প (বারি অংশ) এর আওতায় “লেবু জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল” দিনব্যাপি সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. বীরেশ কুমার গোস্বামী। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের পরিচালক ড. তপন কুমার পালের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের প্রকল্প পরিচালক (ফল বিভাগ) ড. মোঃ আজমত উল্লাহ, শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নাজিরুল ইসলাম, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: লতাফত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল কবীর, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হাই, শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মশিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা এ. কে. এম আরিফুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী মারুফ আহমেদ প্রমুখ।
অপরদিকে শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপি ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করেন ইউএনও শীলু রায়। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোল্লা আজিজুর রহমান প্রমুখ।