‘শিশু ও নারী হত্যা-নির্যাতনকারীদের একচুল ছাড় নয়। জঙ্গিদের বিরুদ্ধে যেমন শূন্যসহিষ্ণুতা, এদের বিরুদ্ধেও তেমনি বিচার-দমনের নীতি।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোর মাসুক ফেরদৌস হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শনিবার রাতে বগুড়া জেলা জাসদ নেতা এডভোকেট এমদাদুল হক এমদাদের ছেলে মাসুক ফেরদৌসকে (১৫) বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
শিশু ও নারী হত্যা-নির্যাতনকারীরাও মানুষরূপী দানব, জঙ্গিদের মতোই এদেরকেও দমন-বর্জন ও নির্মূল করতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচারের ঊর্ধ্বে কেউ নয়। বিবেকবান সকল মানুষকে এ হত্যাকা-ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
#