বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল শ্রেণি ও পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেশবপুর শ্রমিক লীগ আয়োজিত এক সভায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ ব্যবস্থা নির্মাণে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে ত্রিশ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছিলেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল-মডেল হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত। যারা দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের জনগণ পরিহার করেছে।
এর আগে ইসমাত আরা সাদেক বৃহস্পতিবার রাতে যশোর সার্কিট হাউজে জেলা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।