অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক

সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১০ম বৈঠক আজ কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম এবং মে জে এ টি এম আব্দুল ওয়াহহাব (অব.) বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৬-২০১৭ অর্থবছরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো পানি সম্পদ মন্ত্রণালয় ও আই এম ই ডি পরীক্ষানিরীক্ষা করে আগামী দুই মাসের মধ্যে কমিটির নিকট প্রতিবেদন পেশ এবং সরকারি নীতিমালা অনুযায়ী প্রকল্পের গাড়ি ব্যবহার করার বিষয়ে সুপারিশ করা হয়।
স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগের প্রকল্পগুলোর কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা এবং প্রকল্পের কাজগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সম্পন্ন করা এবং বিশ^বিদ্যালয়গুলোর কাজের বিষয়ে প্রয়োজনে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রয়োজনীয় মতামত গ্রহণের সুপারিশ করা হয়।
ব্যাংকগুলোর মামলা দ্রুত নিষ্পত্তি করে অর্থ আদায় এবং মামলাগুলোর জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
অগ্রণী ব্যাংকে ২০১০-২০১২ সাল পর্যন্ত অগ্রণী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলে ১৫টি ঋণ প্রদান করা হয়েছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আগামী দুই মাসের মধ্যে কমিটির নিকট একটি প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিক্ষা সচিব, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব, পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সোনালী ও অগ্রণী ব্যাংকের এমডিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়