বর্তমান সরকার সকল ধর্মের মানুষের — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার সকল ধর্মের, সকল মানুষের সাথে সদ্ভাব বজায় রেখে জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে কাজ করছে।
তিনি আজ রংপুর মহানগর শান্তিপাড়া বায়তুন নূর জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় জাতীয় পার্টি নেতা শামসুল আলম, মতিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সকল ধর্মের অনুসারীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার অনুশীলন হলে সমাজে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরো বলেন, ইসলামি জ্ঞান ও সংস্কৃতি চর্চা এবং ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-কে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহায়তা কামনা করেন।
এর আগে প্রতিমন্ত্রী দৈনিক পরিবেশ পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধন করেন ও পরে মহানগর জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
#

জাতীয়