বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ২০১৭-২০ মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা – আইএলও’র গভর্নিং বডির ডেপুটি মেম্বার পুনর্নির্বাচিত হয়েছে।
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও’র ১০৬ তম আইএলসি সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আইএলও’র উত্তর/কেন্দ্রীয় এশীয় উপ-আঞ্চলিক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপে ডেপুটি মেম্বার নির্বাচিত হয়। নির্বাচনে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ সর্বোচ্চ ১৯০ ভোট এবং নেপাল ১৭৩ ভোট পেয়ে ডেপুটি মেম্বার নির্বাচিত হয়।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসানসহ ৩৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আইএলসি সম্মেলনে যোগদান করে।
চলমান আইএলসি সম্মেলনে আইনমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রী নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেন। গত বছর অক্টোবরে বাংলাদেশ এ পদের প্রার্থিতা ঘোষণা করে। বাংলাদেশ স্থায়ী মিশন নির্বাচন পর্যন্ত নির্বাচন প্রচারণায় সংযুক্ত ছিল।
এর আগে বাংলাদেশ ২০১৪ সালে ১০৩ তম আইএলসি সম্মেলনে ২০১৪-১৭ মেয়াদে আইএলও’র ডেপুটি মেম্বার নির্বাচিত হয়েছিল।