সিডি চয়েজ মিউজিক প্রকাশ হতে যাওয়া আয়োজনের বড় চমকের নাম কুদ্দুস বয়াতি। তার কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে হিপহপ গান ‘ও মর্জিনা’। এফ এ প্রীতমের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সজীব। এই ব্যানারে প্রকাশ হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসিরের সিঙ্গেল ট্র্যাক ‘সখী ভালোবাসা কারে কয়’। এমদাদ সুমনের কথায় এফ এ প্রীতমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন। ঈদে আসবে ‘মাধবী কী ছিলো ভুল’ খ্যাত শিল্পী আতিক হাসানের একটি গান। এন আই বুলবুলের কথায় ‘তুই কি আমার হবি’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। আরও আসবে সুফিয়ানা খ্যাত গায়ক শাহরিয়ার রাফাতের গাওয়া ‘নূর এ খোদা’ শিরোনামের একটি গান। এন আই বুলবুলের লেখা এই গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।
এছাড়াও আসছে ঈদে এই প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ পাবে এফ এ সুমনের ‘মন কিছু বলতে চায়’ শিরোনামের একটি গান। মায়ার কথামালায় শিল্পী নিজেই গানটির সুর-সংগীত সাজিয়েছেন। দ্বৈত কণ্ঠের গানটিতে এফ এ সুমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মায়া। এমদাদ সুমনের কথায় জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফের কণ্ঠে প্রকাশ হবে ‘ব্যাকুল হয়ে থাকি’ শিরোনামের গান। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর ও সংগীতায়োজনও করেছেন তৌসিফ। ক্লোজআপ তারকা রাশেদের সেরাকণ্ঠ খ্যাত বন্যার কণ্ঠে ৮টি গান নিয়ে প্রকাশ হবে একক অ্যালবাম ‘তোমারই কারণে’। ইলিয়াস হোসেনের কণ্ঠে আসবে ‘জানে এ হৃদয়’ নামে একটি সিঙ্গেল ট্র্যাক। এছাড়াও কণ্ঠশিল্পী জুঁইয়ের কণ্ঠে প্রকাশ পাবে ফোক গানের সিঙ্গেল ট্র্যাক ‘দাগা’। এমদাদ সুমনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রাহুল মুৎসুদ্দি। রাজিব ফিচারিং পাগল এক্সপ্রেসের ‘পাপিষ্ট বান্দা’, অনিক সাহানের ৩ গানের অ্যালবাম ‘সোনার পাখি’, আরিয়ানের ৩ গানের অ্যালবাম ‘মন চুরি’, রাজীব হোসেনের একক গান ‘পোষ মানে না’, আফজালের ৫ গানের অ্যালবাম ‘দয়াল মুর্শিদ’, সুমি শবনমের দুটি আলাদা সিঙ্গেল ট্র্যাক ‘এসো হে বঙ্গপিতা’, ও ‘শোনো বিশ্ব শোনো’, দীন ইসলামের গাওয়া ‘আমরা সেই পুলিশ’, শিপনের ৫ গানের অ্যালবাম ‘মাটির পুতুল’, অরন্য’র ৩ গানের অ্যালবাম ‘সোনাবউ’, শাহেদ জেড এমের ৩ গানের অ্যালবাম ‘মিস করছি তোকে’, এইচ রুবেলের একক অ্যালবাম ‘অচিনপুর’, হাবিব সিরাহি বাব্বুর ৮ গানের অ্যালবাম ‘প্রবলেম’, ফিদেলের কণ্ঠে ৩ গানের অ্যালবাম ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, শওকত সিদ্দিকুরের ‘তুমি আমার’, গাজী কামাল হোসেনের সিঙ্গেল ট্র্যাক ‘যতোদিন রবে পৃথিবী’, ফরহাদের সিঙ্গেল ট্র্যাক ‘ভালোবাসার বার্তা’, এপি তুষার ফিচারিং আরিফের ৪ গানের অ্যালবাম ‘উড়ু উড়ু মন’, তামিমের কণ্ঠে ৪ গান নিয়ে স্বনামের অ্যালবাম ‘তামিম’, আসাদ জামানের ২টি সলো ট্র্যাক ‘মা’ ও ‘জীবন সাথী’, মামুনের সিঙ্গেল ট্র্যাক ‘অন্যরকম পৃথিবী’, পলক হাসান সুমনের ৩ গানের অ্যালবাম ‘আরাধনা’, পলক হাসান সুমনের সলো সিঙ্গেল ট্র্যাক ‘পলকে পলকে’, রাহুল মুৎসুদ্দির অ্যালবাম ‘শুধু তোমাতে’, আল আমিন ফিচারিং ৫ গানের অ্যালবাম ‘প্রিয় তুমি তো জানো না’, নাসিম অনি ফিচারিং ৪ গানের অ্যালবাম ‘কল্পনার ভিতরে’ প্রকাশ পাবে সিডি চয়েজ মিউজিকের ব্যানারে।