ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বিদ্যুতের সঠিক ও পরিমিত ব্যবহার আমাদের দেশকে উন্নত করবে।
তিনি আজ ঈশ^রদী উপজেলার আওতাপাড়ায় নূরজাহান বালিকা বিদ্যা নিকেতন এন্ড মহিলা কলেজ প্রাঙ্গণে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈশ^রদীতে স্থাপিত শিল্প কলকারখানা, ইপিজেড, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি স্থানে বিদ্যুতের চাহিদা ব্যাপক। তিনি ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ঈশ^রদী ও আটঘরিয়ায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।
পরে মন্ত্রী ঈশ^রদী উপজেলার ৭টি ইউনিয়নের ৪ হাজার ২৮২টি গ্রাহকের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ে ১০০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা পল্লী বিদ্যুতের জি.এম. শাহ্ জুলফিকার হায়দার, ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ^রদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, লক্ষ্মীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিশ^াস, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ, সলিমপুর ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, পাকশি ইউপি চেয়ারম্যান এনাম বিশ^াস, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান রানা সরদার, আতিয়ার রহমান ভোলা, সাদেক আলী বিশ^াস, মুরাদ আলী ও আকাল বিশ^াস উপস্থিত ছিলেন।