বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর বাস্তবায়নে সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি একটি অঙ্গীকারের শামিল। এই অঙ্গীকার পূরণে মাঠ পর্যায় পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অর্জন বিশ^ব্যাপী প্রশংসিত। আমরা এমডিজি লক্ষ্য পূরণ করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে চলেছি। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন সেই অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।
তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিমিউ ও টেমো বিভাগের প্রধানগণ চুক্তি স্বাক্ষর করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলামের সাথে চুক্তি স্বাক্ষর করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও নিপোর্টসহ বিভিন্ন সংস্থার প্রধানগণ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নিপোর্টের মহাপরিচালক রওনক জাহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহীসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।