যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দপ্তর ও সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সাথে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণের মধ্যে আজ এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের কাজকে আরো গতিশীল করবে। দেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে সামাজিক দায়িত্ববোধ নিয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

জাতীয়