সরকারি দপ্তর ও সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সাথে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণের মধ্যে আজ এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের কাজকে আরো গতিশীল করবে। দেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে সামাজিক দায়িত্ববোধ নিয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।