সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ

বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সরকারি, বেসকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের
২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বিদ্যুৎ বিভাগ উক্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে অবহিত করে এবং সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়। সম্প্রতি কোনো কোনো দপ্তরে উক্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না বিধায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

জাতীয়